এই সন্ধ্যাপথে, একটা সবুজ বিকেল নিয়ে
বুকের বাহাসে বেঁধে রাখি আর অন্তর রঙ
যেমনি হোক সকল দূরত্বকে জানা হবে
কেন ঝরে গিয়েছিল সব সুন্দর, লজ্জামান-
কাঁচের গ্লাস থেকে জলটুকুর বনিবনা এবং
একটু পর পরই ভাত ফুটতে থাকার মতো
গাঢ় হয় সেসব ভাপ, এমন প্রস্থান মুহূর্ত
কেবল পালটে দেয় কামনা রূপ, কাকাতুয়া;
ফলে তোমার মধ্যে ঢুকে পড়ছে
অন্ধ বিশ্বাস-আয়ুর্বেদি জীবন, দীর্ঘ হাইফেন-
কিন্তু এসবের কিছুটাই আটকানো যায় না
দূর হাটে, একা। হাঁটছি-সামনেই। একটু পর পর…
তুমি যে রয়েছ বেঁচে, মৃতপ্রায় নদীর মতো!
একটা সবুজ বিকেল নিয়ে
বুকের বাহাসে বেঁধে রাখি আর অন্তর রঙ
যেমনি হোক সকল দূরত্বকে জানা হবে
কেন ঝরে গিয়েছিল সব সুন্দর …