শূন্য মুখাবয়ব

দিনে দিনে কমনীয়তা শূন্য মুখাবয়ব
আয়নায় প্রচ্ছন্নভাবে প্রকট হয়ে ওঠে
সবাইকে লুকোনো যায় আয়নাকে নয়
কোথায় গেল সেই সরল নরম মুখশ্রী ?

শীতের রক্তাক্ত আঁচড় মিলিয়ে যাচ্ছে
আকাশ বাতাস জুড়ে রৌদ্রের খরতা।
আজ কে জিতলো, কাল কে হারলো
তারই হিসেব করতে করতে উন্মুক্ত হয়
এক কারাগার, যেখানে তার বন্দীদশা।

1 thought on “শূন্য মুখাবয়ব

  1. দিনে দিনে কমনীয়তা শূন্য মুখাবয়ব …
    আজ কে জিতলো, কাল কে হারলো
    তারই হিসেব করতে করতে উন্মুক্ত হয়
    এক কারাগার, যেখানে তার বন্দীদশা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।