মাঘের সন্ধ্যা মুছে কী সব ভুল বকে
মানুষের আদলে তৃতীয় গান গায়
গোপন দাসের অতর্কিত পাখিগুলো;
শরীর মেলিয়ে ছুঁয়ে যায়-হাওয়া
আর সংক্রমণ ডালের ওপর দুপুর
শান্ত সবুজ পঞ্জিকায় দিন লেখে
কখনো খুঁয়ে ফেলানো সহজ সংখ্যা
প্রজাপতি হয়, প্রজাপতি উড়তেই
শ্যামা রঙের উন্নত ঘাস, সুহৃদ নদী-
ডানাখোঁটা কঙ্কালে কাকভেজা শিশু
সূর্যপুরাণ থেকে অম্লান সংগীত চর্চা
এসবের শিরোনাম তুমি চৌষট্টি নগর!
.
১৫ ফেব্রুয়ারি ২৩, ঢাকা।
চমৎকার উপস্থাপন! কবির জন্য শুভকামনা!
কঙ্কালে কাকভেজা শিশু
সূর্যপুরাণ থেকে অম্লান সংগীত চর্চা
এসবের শিরোনাম তুমি চৌষট্টি নগর!