অযথায় নেটে সময় কর না অপচয়

ytre

কিছু একটা কর, মন দাও সৃজনশীলে কাজে
ইনকামের পথ খুঁজে নিয়ে নিজেকে সাজাতে পারো নতুন সাজে
অনলাইন সে সুযোগ দিয়েছে তোমায়
অযথা কেন পড়ে থাকবে চ্যাটিংয়ের কোমায়!

দিনভর পড়ে থাক নেটের আড্ডাখানায়
লাইক কমেন্ট পেলেই বেশি উড়ো কল্প ডানায়
রূপ দেখিয়ে কী আর হবে ছবি আপলোড করে,
সময় অপচয়ের অনুতাপ আনো এবার মনঘরে।

ব্যবসা করতে পারো যতটুকু পাও অবকাশ
নিজের সৃজনশীলতাই করো বিশ্বে প্রকাশ
নিজের ইনকামে পড়াশোনা যেতে পারো চালিয়ে,
যেয়ো না নেটের প্রেমে কারো হাত ধরব পালিয়ে।

নিজের রূপ গোপন রাখো, বিশ্ব তোমার রূপে হবে না পাগল
বাড়াতে পাপ রেখো না খুলে আর রূপের আগল,
কিছু একটা করো মনোযোগে যাতে থাকে না পাপ ,
রূপ তোমার বুড়ো হবে একদিন করতে হবে অনুতাপ।

চ্যাটিংয়ে না দিয়ে মন, পড়াশোনায় হও আগ্রহী
যে পথ কাঁটাযুক্ত, সে পথ নয় তোমার জন্য সহী,
মোহ পথে যদি একবার বাড়াও পা,
সে পথ হতে ফিরতে পাবেনা প্রভুর কৃপা।

যতটুকু পারা যায় শালীন থাকো,
ইসলামের বিধিতে এবার মন রাখো,
মানবিক হতে শিখো, মোহ পথে এগিয়োনা আর,
হালাল ইনকামে লাগাতে মন হও ইচ্ছে দৃঢ় বিশ্বাসের পিঠে সওয়ার।

2 thoughts on “অযথায় নেটে সময় কর না অপচয়

  1. ❝চ্যাটিংয়ে না দিয়ে মন, পড়াশোনায় হও আগ্রহী
    যে পথ কাঁটাযুক্ত, সে পথ নয় তোমার জন্য সহী,❞

     

    সময়োপযোগী লেখা। 

  2. যতটুকু পারা যায় শালীন থাকো,
    ইসলামের বিধিতে এবার মন রাখো,
    মানবিক হতে শিখো, মোহ পথে এগিয়োনা আর,
    হালাল ইনকামে লাগাতে মন হও ইচ্ছে দৃঢ় বিশ্বাসের পিঠে সওয়ার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।