চিঠি

আমার নীল খামের চিঠি গুলো আজও তোমার ঠিকানা খুঁজে পাইনি।
আমার নীলপদ্ম গুলো আজও তোমার হাতে তুলে দেওয়া হয়নি।
কতো রুদ্র বৈশাখ কেটে গেলো ঝড়ের
পূর্বাভাস শুনতে শুনতে।
ভাষাহীন এই নির্বাক চোখ আজ ক্লান্ত তোমাকে খুঁজতে খুঁজতে।
স্যাঁতস্যাতে এই জীবন মাঝ রাত্রিরে নিঃশব্দে জেগে থাকে,
দূরবর্তী কোন কূলের ঠিকানায় কুয়াশায়, তোমায় খুঁজে।

আসছে শ্রাবণে বরষায় ভিজে
ক্রন্দন লুকিয়ে রেখে,
তোমাকে খুঁজে না পেয়ে।
একা থাকার ভালোলাগায়
নিজেকে ডুবিয়ে,
জোসনা রাতে প্লাবিত হয়ে হাওড় অঞ্চল দাপিয়ে বেড়াবো।
সাগরের তুমুল গর্জন শুনে লোনা পানিতে পা ভিজিয়ে,
সন্ধ্যা রাতে হিমেল অনলে
নিজেকে পুড়াবো।

4 thoughts on “চিঠি

  1. স্যাঁতস্যাতে এই জীবন মাঝ-রাত্রিরে নিঃশব্দে জেগে থাকে,
    দূরবর্তী কোন কূলের ঠিকানায় কুয়াশায়, তোমায় খুঁজে।

    এক জীবনের পূর্ণ চাওয়া চিঠি'র পাতায় উঠে এসেছে। শুভ কামনা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।