তোর কথা তুলে রাখা
আলমারির গোপন তাকে,
তোর হাসি লেপ্টে আছে
আমার শার্টের কলারে,
যে ভাবে ভালবাসিস আমায়
আমি ভালবাসি সেইভাবে,
তোর জন্য মন আজ সেজেছে পুতুল খেলাতে।
উরে যাব তোর সাথে
দু ডানা ধার করে,
রোজ সকালে ভাঙ্গাবি ঘুম
আদুরে হাক ছেড়ে।
হলুদ বেশী রান্নাতে
তবু বলবো ভালো হয়েছে,
দাড়িয়ে থাকবি রোজ তুই
দরজার ওপাশেতে।
যথেষ্ঠ পরিচ্ছন্ন লিখা। এমন সব লিখা একটি ব্লগের সম্মান বটে।
শব্দনীড় এ আপনাকে স্বাগতম মি. কাব্যকাল। ব্লগিং হোক আনন্দের।
ধন্যবাদ উৎসাহিত হলাম।