প্রেমিকার চুম্বন ফেলে আমাদের ষোল কোটি পা আজ

প্রেমিকার চুম্বন ফেলে আমাদের ষোল কোটি পা আজ

স্নানাগারে আজ আর নেই আলিঙ্গনের চিহ্ন প্রেমিকের
পাতার নিজস্ব ঘ্রাণ আর বিপর্যস্ত বাতাসেও নেই স্পষ্টতর সংবাদ
ইথারে ভাসছে কেবল শব্দের ঘ্রাণ, উদ্ভ্রান্ত প্রেমিকার মতো!

আমি ছুটে যাচ্ছি ক্রমশ, শব্দের অধিক দ্রুত গতিতে
পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যান পেছনে রেখে!

পথে ধাবমান অস্থির পা’দুটো চলিষ্ণু মেঘেদের মতো
ক্ষুধার্ত মানুষের মতো কম্পমান আজ হৃদপিণ্ড!
শিরা উপশিরা আর অব্দ অলিন্দ!

আমি ছুটছি! ছুটে যাচ্ছি ক্রমশ-
পেছনে ফেলে প্রেমিকার অবশিষ্ট চুম্বন!
নারীর উষ্ণতা আর আলিঙ্গন
আকাঙ্খিত কোন কিছু নয় এখন আর!

আমি ছুটছি! ছুটে যাচ্ছি …।

কেননা;
আমাদের ষোল কোটি পা-
আজ প্রজন্ম চত্বর বুকে,
শাহবাগ অভিমুখী!

________________
কিছুটা পুরোনো কবিতা।

14 thoughts on “প্রেমিকার চুম্বন ফেলে আমাদের ষোল কোটি পা আজ

  1. আমাদের ষোল কোটি পা-
    আজ প্রজন্ম চত্বর বুকে,
    শাহবাগ অভিমুখী!

    কিছুকাল আগে বাংলাদেশের গণ জাগরণের সময় মনে পড়ে গেলো কবি সুমন দা। 

    1. বাংলাদেশের গণ জাগরণের সময়েরই লিখা কবিতা কবি রিয়া রিয়া। :)

  2. সেই শাহবাগ সেই শাহবাগ উত্তাল বাংলা আর স্লোগান মুখরিত প্রজন্ম চত্বর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সেই শাহবাগ উত্তাল বাংলা আর স্লোগান মুখরিত প্রজন্ম চত্বর আজাদ ভাই। 

  3. আমি ছুটছি! ছুটে যাচ্ছি ক্রমশ-
    পেছনে ফেলে প্রেমিকার অবশিষ্ট চুম্বন!
    নারীর উষ্ণতা আর আলিঙ্গন
    আকাঙ্খিত কোন কিছু নয় এখন আর!——-চমৎকার কবি 

    1. ধন্যবাদ কবি আলমগীর ভাই। 

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। 

  4. কেননা;

    আমাদের ষোল কোটি পা-
    আজ প্রজন্ম চত্বর বুকে,
    শাহবাগ অভিমুখী!
    ……………

    সত্যিই… 
    চরম বাস্তবতা 

    শুভকামনা প্রিয়   

    1. ধন্যবাদ মিজান রহমান ভাই। :) 

  5. অসাধারণ কবি সুমন আহমেদ। 

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। :)

  6. সত্যিই অসাধারণ! দারুণভাবে নাড়া দিয়ে গেলো। শুভকামনা সবসময় কবিবর। 

    1. অশেষ কৃতজ্ঞতা কবি অর্ক রায়হান। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।