বিনীত হবো

বিনীত হবো

আজ বিনীত হবো-
নত হবো; নত হতে হতে নুয়ে যাবো!
শিখে যাবো কদর্য রাজার পাঠ, অশ্লীল উপবিধি;

আজ একবার দাঁড়িয়ে যাবো দু’উরু খুলে
নগ্ন তরবারি আর উদ্যত ফলা হাতে!
তারপর; পুনরায় বিনীত হবো!

বিনীত হবো!

10 thoughts on “বিনীত হবো

  1. সুন্দর সংক্ষিপ্ত কবিতা মি. সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় আজাদ ভাই। সালাম। :)

  2. নত হবো; নত হতে হতে নুয়ে যাবো! বিনীত হবো! :)

  3. বাহ্ কী সুন্দর করেই না মনে কথাটি স্পষ্ট তুলে এনেছেন কবি সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. মুগ্ধ করেই ছাড়লেন কবি সুমন ভাই। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অশেষ কৃতজ্ঞতা কবি সৌমিত্র চক্রবর্তী। :)

  5. নগ্ন তরবারি আর উদ্যত ফলা হাতে!
    তারপর; পুনরায় বিনীত হবো!

    হুম। বিনীত হওয়াই ভালো সুমন ভাই।

    1. ধন্যবাদ হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।