তোমার খোঁপার চুলে
হাত দিয়েছি ভুলে
ঠিক তখনি খোঁপা গেছে
মেঘের মতো খুলে!
ডাক দিলে আয় আয়
তোমার কোমল গায়
সুখের অমন ভ্রমণ শেষে
নূপুর দিলাম পায়!
তোমার বুকের ফুলে
হাত রেখেছি ভুলে,
ঠিক তখনি তুমি গেছ
মোমের মতো গলে!
মেয়ে দস্যি হয়ে ভুলে
ঠোঁট নামিয়ে দিলাম ছুঁয়ে
তোমার গভীর তিলে!
নির্মেদ পদ্য লিখা। তিনটি স্তবক চার লাইনে শেষ হলেও শেষের স্তবক তিন লাইনে। একটি লাইন জুড়ে দেয়া গেলে কেমন হতো মি. সুমন আহমেদ !! শুভেচ্ছা।
খুশি হলাম আজাদ ভাই।
ধন্যবাদ।
খুউবি সুন্দর পদ্য কবি সুমন ভাই।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
ভালোবাসাময় ভালোবাসা কবি সুমন আহমেদ।
ভালোবাসা সৌমিত্র দা।
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই।
দারুণ রোম্যান্টিক।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
আপনার রোমান্টিক কবিতায় মুগ্ধতা প্রকাশ করলাম।
শুভেচ্ছা কবি ফেনা ভাই।
বাঃ দারুণ মিলিয়েছেন দাদা। সত্যি মনমাতানো ছড়া কবিতা। পড়ে মুগ্ধ হলাম। পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা রইল।
ঈদ মোবারক কবি নিতাই দা।
নিখাদ প্রেমের কবিতা



চালিয়ে যান সুমন ভাই
ধন্যবাদ আসিফ আহমেদ ভাই।
দারুণ রোম্যান্টিক। খুব সুন্দর।
ঈদ মোবারক কবি সাইদুর রহমান।