ঘরেই তৈরি করুন জলপাই তেল

ঘরেই তৈরি করুন জলপাই তেল

সবুজ কিংবা কালো- যেকোনও জলপাই দিয়েই অলিভ অয়েল বানানো যায়। জলপাই কেটে বিচি বের করে ফেলে দিন। ছোট ছোট টুকরা করে কেটে বেটে নিন জলপাই। চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে একদম মিহি পেস্ট করতে হবে।

চুলায় কড়াই চাপিয়ে জলপাই বাটা দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে দেখবেন তেল উঠতে শুরু করেছে। তেল উঠে গেলে একটি পাতলা ও পরিষ্কার সুতি কাপড়ের উপর ঢেলে দিন জলপাইয়ের মিশ্রণ। চেপে চেপে তেলটুকু সংগ্রহ করুন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন খাঁটি অলিভ অয়েল।

6 thoughts on “ঘরেই তৈরি করুন জলপাই তেল

  1. আইডিয়াটি কাজে লাগানো যেতে পারে। শুভেচ্ছা জানবেন বোন। :) 

মন্তব্য প্রধান বন্ধ আছে।