একদিন ঝরাপাতারা থেমে যাবে
মাটির ছলনায়-গোধূলির সহচরে।
একদিন জীবনের পেয়ালায়
ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরবে
কিশোরী কাঁকনের রাগিণী সুরে।
একদিন ঘুমিয়ে যাবো আমি
কেয়াফুল, শেফালীর দলে।
পলাতকা যূঁথিকার পায়ের শব্দে
হয়তো জাগবো আবার কখনো
আষাঢ়ের ভোরে কদম ফুলে।
একদিন ঝরে যাবে সব ফুল
শরতের ভোরে; শিশিরের মতন।
সেদিন,
নিঝুম ঘুমের ঘোরে হেঁটে যাবে তুমি
হেমন্তের হিম ঘাসের ‘পরে !
সেদিন,
থাকবো আমি সাঁঝদীপ জ্বেলে
আলো আঁধারের বনপথ ধরে।
সেদিন এই পৃথিবীও থেমে যাবে;
থেমে যাবে কৃষ্ণাতিথির শশী !
11-03-17
বাহ! অসাধারণ!!!
শুভেচ্ছা কবি

আন্তরিক কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় ♥♥
"যেদিন পৃথিবী থেমে যাবে সেদিন থাকবো আমি সাঁঝদীপ জ্বেলে।"
কল্পচিত্র মন্দ নয় কবি। অভিনন্দন আপনাকে।
অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয় স্যার,,,
অর্হনিশি কৃতজ্ঞতা জানবেন
মুগ্ধ হলাম কবি দা।
নিরন্তর কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়,,,
নিঝুম ঘুমের ঘোরে হেঁটে যাবে তুমি
হেমন্তের হিম ঘাসের ‘পরে !
* এক কথায় অসাধারণ …
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,,,
হু সুন্দর ভাবনার প্রকাশ কবি
অনেক শুভেচ্ছা রইল—————
অশেষ কৃতজ্ঞতা রইলো,,,