ভাগ্য নির্ধারণ,
মাঝে মাঝে অস্পষ্ট আগুনের তরঙ্গায়িত তল
থেকে একটা মাথার খুলি বের হয়ে আসে,,,,,!
অগ্নি শিখার লেলিহানে ভাজা বাতাস,
আমি তখন গন্ধ পাই পোড়া মানুষের,!
অনেকেই জানে ইতি প্রহসন-অস্পষ্ট আগুন-
জ্বলে জ্বলে ছারকার করে ইতিবৃত্ত আয়োজন,!
বিল্মবিত বছরে রাত হয়ে যায় দিন,
শতাব্দী ধরে তৈরি হবে না ভাগ্য নির্ধারণ,!
২৮/১০/১৮
বিলম্বিত বছরে রাত হয়ে যায় দিন,
শতাব্দী ধরে তৈরি হবে না ভাগ্য নির্ধারণ।
কথায় সত্যতা আছে প্রিয় কবি মি. সুজন হোসাইন।
অশেষ কৃতজ্ঞতা জানবেন স্যার
বাহ কবি দা। শুভেচ্ছা জানবেন।
ভালো কবিতা সুজন ভাই। অভিনন্দন জানালাম কবি।
বেশ লাগলো । শুভেচ্ছা ।
বিলম্বিত বছরে রাত হয়ে যায় দিন,
শতাব্দী ধরে তৈরি হবে না ভাগ্য নির্ধারণ।
* সুন্দর…