সন্ধ্যা আরতি

সন্ধ্যা আরতি

তোমার খোলা জানালায় এক চিলতে
আকাশ নামিয়ে মেঘের বনে; সূর্য লুকিয়ে
উঠোন কোণে সাত রঙা গোধূলি রাঙিয়ে !

চালতা পাতার চিরল ভাঁজে স্বপ্ন সাজিয়ে
শিরীষের ডালে; যূথিকার পালক ছড়িয়ে
আমিহীন কেমনে করিতেছ সন্ধ্যা আরতি।

8 thoughts on “সন্ধ্যা আরতি

মন্তব্য প্রধান বন্ধ আছে।