কথোপকথন -০৪

ক্রিং… ক্রিং… ক্রিং……….

–হ্যালো … কি বলবে বলো?

–কি বলবো মানে? সেই কখন থেকে কতবার ফোন
দিয়েছি হিসেব করছো? তুমি ফোন রিসিভ করোনি
কেন? কি হয়েছে তোমার? কিছু বলোনি কেন?

–কই না তো কিছু হয় নি। এমনই।

–তাহলে আমার সাথে কথা বলোনি কেন? কোনো এস এম এসও করোনি?

— এমনই। মন চায় নি তাই।

— ও…. মন চায়নি নাকি তুমিই কথা বলবা না। কোনটা?
কথা বলবা না সেটা তো বলে দিলেই পারো।

— কি বলার আছে?

— তাই না, কি বলার আছে।
তুমি কি আমার সাথে এই রিলেশনটা রাখতে চাও না?

–না চাই না! এই কথা বলার সাহস নেই বলেই তো এত
অভিনয়।

— চয়ন, তুমি কি সত্যি বলছো? কথা বলবা না, রিলেশন রাখ বা না?

— হুম সত্যি ই বলছি…..।

— চয়ন তুমি তো ঠিক আছো। এমন কেনো করছো।
কি হয়েছে তোমার, বলো আমাকে, প্লীজ বলো।

— কিছু হয়নি। আমি ঠিক আছি।

— না চয়ন, তুমি ঠিক নেই। আমি বিশ্বাস করতে পারছি না, তুমি এমন করবা,আমাকে এভাবে ঠকাবে তুমি কখনো ভাবিনি।
আমি কখনো ভাবিনি চয়ন, কখনো না….।

— হ্যালো –হ্যালো–হ্যা—লো। নিশ্চুপ…..।

০৭/০৭/১৯

14 thoughts on “কথোপকথন -০৪

  1. ভাগ্য ভালো যে ডিসকানেক্ট হয়নি পথিক ভাই। নিশ্চুপ আছে। সুযোগ একটা আছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় স্যার।     

  2. ভালোই স্বতন্ত্র মানের একটি লেখা হয়েছে কবি। পড়ে মুগ্ধ হলাম। দারুণ কনসেপ্ট। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন প্রিয়।      

    1. আন্তরিক শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়    

মন্তব্য প্রধান বন্ধ আছে।