এই যে শুনেন —
আপনাকে কিছু বলার ছিলো !
এই যে আপনার অমন নেশাতুর চোখ
রাজ্যের আফিম মাখা – তাকালেই মাতাল হয়ে যাই !
দ্বিধাদন্ড ভুলে প্রেমে পড়ে যাই ।
এই যে পাহাড় চূড়া জোড়া ঠোঁট
সীমান্ত ছুঁয়ে রঙিন গোধূলি বেলা – সন্ধ্যা নামে রোজ !
এই যে অমন কারুকাজে রেশমি চুলের বাগান,
সদ্য স্নানে সুগন্ধি ঝর্ণা ধারা – আমি বিমোহিত হই।
এই যে শুনেন–
এই আপনি ছাড়া আমার ভীষণ একা দিন
ভীষণ নিঃসঙ্গ কাটে রাত্রি গুলো।
ঠিক যেমন করে চাঁদের বুকের পূর্ণিমা উবে যায়
নেমে আসা ঘোর অমাবস্যায় – ঠিক তেমনই।
তখন কেমন হয় জানেন ?
তখন–
অভিমানের পারদ গলে গলে কলমের নিবে
কবিতা বেজে ওঠে অভিযোগের সুরে।
বলে—
আপনি যেন কেমন অন্য রকম মানুষ,
আপনার ভিতর বাহির অন্য রকম – কেমন একটা
অন্য রকম অন্য রকম ভাব – অন্য রকম ভালো লাগা –
আর অন্য রকম ভালোবাসা।
এই যে আপনি এমন অন্য রকম মানুষ
তাতেই আমার ভীষণ ভালো লাগে।
এই যে শুনেন–
এই আপনি কেমন যেন অন্য রকম মানুষকে ‘ই
আমার বলতে ইচ্ছে করে সময়ে-অসময়ে —
শুনেন — “আপনাকে ভালোবাসি” !
১৮/০৫/২০২০
চমৎকার হয়েছে কথোপকথন কবিতাটি। পড়লাম। অভিনন্দন মি. পথিক সুজন।
একরাশ ভালো লাগার ভালোবাসা ।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
অনেক সুন্দর লিখেছেন কবি, ভালো লাগলো…….