কতটা কাছে গেলে, খুব কাছে যাওয়া যায়
পাওয়া যায় নিশ্বাসে ছোঁয়া,
কতটা ছুঁয়ে দিলে বল, ওই মন ছোঁয়া যায়,
কতটা পেলে পূর্ণ হয় পাওয়া?
3 thoughts on “অপ্রাপ্তি”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কতটা কাছে গেলে, খুব কাছে যাওয়া যায়
পাওয়া যায় নিশ্বাসে ছোঁয়া,
কতটা ছুঁয়ে দিলে বল, ওই মন ছোঁয়া যায়,
কতটা পেলে পূর্ণ হয় পাওয়া?
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালো থাকুন আনন্দে থাকুন প্রিয় কবি প্রিয় পথিক সুজন। শুভেচ্ছা।
বাহ, অসাধারণ নির্মাণ
চমৎকার কবি