একুশ আমার একুশ
তুমি এসো বারেবার
তোমার বুকে জন্ম নিবো
আমি শতবার।
একুশ আমার রক্তে কিনা
রক্ত মাখা ফুল,
একুশ আমার বুকের ঘরে
পোষা বুলবুল।
একুশ আমার আত্মঅহমিকা
হাজার সুরের গান
একুশ আমার এই হৃদয় মাঝে
হারানো এক প্রাণ।
একুশ আমার বায়ান্ন প্রভাত
রক্ত স্রোতধার।
একুশ আমার একুশ
তুমি এসো বারেবার
তোমার বুকে জন্ম নিবো
আমি শতবার।
একুশ আমার শিমুল পলাশ
কৃঞ্চচূড়া লাল,
একুশ আমার রফিক সালাম
রইবে চিরকাল।
একুশ আমার শীতল ছায়া
শীতল দীঘির জল
একুশ আমার মায়ের চোখে
অশ্রু কণায় টলমল।
একুশ আমার ভাইদের কথা
বলে বারেবার।
.
০৩/০২/১৮
একুশ হোক আমাদের চেতনা। শুভকামনা প্রিয় কবি পথিক সুজন।
অসামান্য সৃজন। মন ছুঁয়ে গেল