বৃষ্টি কথা

27014_n

বৃষ্টি মানেই অলস সময়
অবাক চেয়ে থাকা
বৃষ্টি মানেই মনের মাঝে
স্মৃতির ছবি আঁকা।

বৃষ্টি মানেই সকাল বিকেল
আকাশ মেঘে ঢাকা
বৃষ্টি মানেই উঠোন জুড়ে
স্বপ্ন ছড়িয়ে রাখা।

বৃষ্টি মানেই রেলিং ঘেঁষে
চুপটি মেরে বসা
বৃষ্টি মানেই নৌকো ছাড়া
জলের স্রোতে ভাসা।

বৃষ্টি মানেই ঘরের কোণে
নিভৃতে জড়োসরো
বৃষ্টি মানেই মেঘ বালিকা
কষ্ট জমানো আরো।

বৃষ্টি মানেই ভীষণ রকম
মন খারাপের দিন
বৃষ্টি মানেই চায়ের কাপে
মৃদ উষ্ণ আলিঙ্গন।

বৃষ্টি মানেই অচিন কারো
লুকিয়ে রাখা মুখ
বৃষ্টি মানেই বুকের মাঝে
কুড়িয়ে পাওয়া সুখ।

1 thought on “বৃষ্টি কথা

  1. বৃষ্টি মানেই অচিন কারো
    লুকিয়ে রাখা মুখ
    বৃষ্টি মানেই বুকের মাঝে
    কুড়িয়ে পাওয়া সুখ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।