রোজ চলে যাই

2751

আমি ছুটে যাই
সময়স্রোতের সাঁকো বেয়ে
দিগন্তের সীমানা ছাড়িয়ে
দল বাঁধা নক্ষত্রের দেশে।

আমি ছুটে যাই
জলসিঁড়ি ধানসিঁড়ি নদী ধরে
জ্যোতির্ময় রৌদ্রের সমুদ্রে।
আমি কেবলই ছুটে যাই
বসন্ত রঙিন তোমার পৃথিবীতে।

আমি যত বয়ে যাই
তুমি তত চলে যাও !

তবুও আমি জীবনকে ভালোবাসি
তোমার কথা ভেবে।
এই ভেবেই আমি রোজ চলে যাই
তোমার থেকে দূরে।

আমি চলে যাই বলেই
রোজ বিকেলের রৌদ্রে বসন্ত
সতেজ হয়ে উঠে দাঁড়ায়।
দিনের শরীরে রৌদ্রের রঙ
জ্বলে উঠে দীপ্তি নিয়ে।

কেবলই স্রোত বয়ে যায়
সময়ের নিজের নিয়মে।
ভেঙে যায় সাঁকো থেকে যায় স্মৃতি
চলে যাই আমি রয়ে যাও তুমি।

3 thoughts on “রোজ চলে যাই

  1. কেবলই স্রোত বয়ে যায়
    সময়ের নিজের নিয়মে।
    ভেঙে যায় সাঁকো থেকে যায় স্মৃতি
    চলে যাই আমি রয়ে যাও তুমি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।