আজকাল আমি পকেটে করে
গভীর রাত্রি কিনে রাখি …।
এক খণ্ড অন্ধকার আকাশ, আর
একটি ঠান্ডা জল প্রপাত সাজিয়ে
রাখি কপোলের তিলক ছুঁয়ে
দু’চোখের প্রান্তদেশে—যেখানে তুমি থাকো।
যখন তুমি আমাকে বিদায় বলেছিলে
তখন আমার বুকের চারপাশে শুধুই শূন্যতা,
আর ছিল নাম না জানা কিছু বিষণ্ন্নতা।
আমাদের প্রথম স্পর্শ, প্রথম ছোঁয়া,
সেই প্রথম আলিঙ্গন ঠোঁটের চূড়ায় ঠোঁট,
সেই উষ্ণতা আমি আজও মিস করি,
যা আমি আর কখনো ফিরে পাবো না।
তবে একটাই অনুশোচনা,
যখন সবকিছুই ভুল হয়ে যায়, তখন –
সত্যের উর্ধ্বে সত্য পথ হারায় চেনা পথে।
একটাই অনুশোচনা,
যখন সবকিছুই ভুল হয়ে যায়, তখন –
সত্যের উর্ধ্বে সত্য পথ হারায় চেনা পথে।