চলে গিয়েও আবার ফিরে আসেন
ভুলে গিয়েও আবার ভালোবাসেন
এমন করেন কেন আপনি ?
নাকি –
এসব শুধুই আধিক্যতা,
কিংবা,
ভালোবেসে ভালোবাসার প্রবণতা।
জানেন তো…?
একবার ভালোবাসলে সারাজীবন বাসতে হয়
একবার ভুলতে চাইলেও বারবার মনে পড়ে যায়।।
কেন, জানেন আপনি?
হুমম জানি, ভালোবাসা যে এমনই,
চির শ্বাশত, চিরন্তন এক অসুখের নাম। ভুলা যায় না।
ভালোবাসা যে এমনই,
চির শ্বাশত, চিরন্তন এক অসুখের নাম। ভুলা যায় না।