একা রাতের গল্প

Pho

তারপর একা রাত, কেটে যাক অন্ধকার
পাশাপাশি সেই কিছু কথা বলা দরকার।

এই শোনো, এসে বস পাশে
বাড়িয়ে দাও হাত ভালোবেসে।

তুমিহীন যে কটা দিন কেটেছে আমার
তার চেয়েও বেশি কষ্টের কথা না বলার।

এই শোনো, চেয়ে দ্যাখো আকাশে
চাঁদ হাসে তোমাকে ভালোবেসে।

এই রাত জানুক, জানুক রাতের তারা
কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া।

এই শোনো, বল কথা এসে
সব মান – অভিমান শেষে।

2 thoughts on “একা রাতের গল্প

  1. এই রাত জানুক, জানুক রাতের তারা
    কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সুন্দর অন্তমিল কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।