অভিমান

29f

বিকেলের রৌদ্রর তোমার খোলা জানালায়
গোধূলি এঁকে গেলে,

জানালার গ্রীল ধরে তুমি আর থেকো না দাঁড়িয়েো
এমন উদাস চোখে!

চুলের ভাঁজ খুলে দিয়ে সন্ধ্যাকে আমন্ত্রণ করিও
নীরব তুলসী তলে!

দীপশিখা জ্বালিয়ে আরতি করিও যতনে যূথিকা
রাত্রি নামার মুখে!

যেটুকু অভিমান মনে পুষে রাখো তাকে মুছে ফেল
প্রিয় অভিসারে!

মেঘালয়ে মেঘবরণে সোনা মুখে একটু হাসিও তুমি
ভালোবাসি বললে!

2 thoughts on “অভিমান

  1. যেটুকু অভিমান মনে পুষে রাখো তাকে মুছে ফেল
    প্রিয় অভিসারে! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।