তবুও জীবন

3051

তবুও জীবন– চলবে তা আজীবন
তবুও জীবন–ইতিআন্তে শুধু মরণ!

তবুও জীবন–মরণে করে সন্ধি
তবুও জীবন–বয়স ফ্রেমে বন্ধি!

তবুও জীবন–অচল টুকরো মন
তবুও জীবন–প্রেমচিত্তে মলিন!

তবুও জীবন–বিরহে রাগ অনুরাগ
তবুও জীবন–কষ্ট ভুলা অনুযোগ!

তবুও জীবন–বাস্তব বলে বাস্তবতা
তবুও জীবন–ছোট্ট ভুলেই ব্যর্থতা!

তবুও জীবন–জন্ম থেকে জন্মাত্তর
তবুও জীবন–ভালো মন্দ নিরন্তর!

তবুও জীবন–প্রেমশ্লোকে বিরহগাঁথা
তবুও জীবন–সত্য মিথ্যে একআত্না!

তবুও জীবন–চলবে তা আজীবন
তবুও জীবন–ইতিআন্তে শুধু মরণ!

1 thought on “তবুও জীবন

মন্তব্য প্রধান বন্ধ আছে।