কতদিন দেখি না তোমায়
কতদিন কথা বলি না তোমার সাথে
হিসেব নেই – নেই কোনো ছেঁড়া ডায়েরির পাতাও।
তবুও যেন মনে হয় রোজ দেখি তোমায়
আর রোজ কথা বলি তোমার সাথে৷
এই যে এখানে সীমাহীন আকাশ
স্নিগ্ধ ভালোবাসা অবিরাম বিলায় আর হাত বাড়িয়ে
কাছে ডাকে আমায় একটি অস্ফুট ফুলের কুঁড়িতে
মায়ায় বাঁধা বিষণ্ণ অতীতে।
তবুও তাকে ভুলে থাকি এই আশ্বিনের দিনে
ঘাসের ডগায় শিশিরের ফোঁটায় জ্বলন্ত চাঁদের মতন
এক বিন্দু সকাল দেখে।
তাকে ভুলে থাকি এই আশ্বিনের দিনে
ঘাসের ডগায় শিশিরের ফোঁটায় জ্বলন্ত চাঁদের মতন
এক বিন্দু সকাল দেখে।
কবি আশ্বিনের শুভেচ্ছা রইল