বাংলাদেশ

3084

কখনো কখনো আমি হয়ে যাই
এই ল্যান্ডস্কেপের উপর
একটি সাদা রাজহাঁস।
হ্যাঁ ঠিক ধরেছেন;
কখনো কখনো হয়ে যাই আমি।

দু’পা সাঁতরিয়ে খুঁজে ফিরি,
আগামীর সব স্বপ্ন মানুষ !
যাদের হাতে আছে আমার
অঙ্কুরিত একটি স্বপ্ন বীজ !

কখনো কখনো মানুষ খুঁজে ফিরি,
এই মানুষের ভিড়ে— সত্য মানুষ !
এই নির্জন পার্ক থেকে নির্জন তীরে।

কখনো কখনো খুঁজে ফিরি আমি,
পাশাপাশি পথ চলায়
তোমার আঙুলের ফাঁকে
সম্ভাবনাময় একটি লাল সবুজের খাম।

এখনো আমি খুঁজে ফিরি দু’চোখ মেলে,
এই বিস্তৃত ভূ-খণ্ডে,
লাল-সবুজের দেশ, গর্বিত বাংলাদেশ !

1 thought on “বাংলাদেশ

  1. এখনো আমি খুঁজে ফিরি দু’চোখ মেলে,
    এই বিস্তৃত ভূ-খণ্ডে,
    লাল-সবুজের দেশ, গর্বিত বাংলাদেশ ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।