সৌদামিনি, আপনার অপেক্ষায়

All-focus

সৌদামিনি কেমন আছেন ?
আমি ভালো নেই আপনাকে ভেবে।
অনেক দিনই ত গত হলো
কই আপনার দেখা পেলাম না।
কোথায় আছেন, কেমন আছেন
এই ভাবনায় দিন কাটে না আমার।

আপনার যা গত হয়েছে প্রায় চার যুগ আগে,
আমার কাছে সেটা বর্তমান !
আমি এখনও নিরব চিৎকার শুনি বুকের মাঝে,
এখনও ভয়ে কাটে আমার নির্ঘুম দীর্ঘ প্রতি রাত।

আপনার জন্য অপেক্ষা করছি প্রায় চার যুগ ধরে।
কই একবারের জন্যও ত আসলেন না আপনি ?
আপনি বলেছিলেন দেখে নিস ‘বিন্দু’ আমি আসব …
ঠিক আসবো,কোন এক ভোরে সূর্য উদয়ের পথে।

আজ এতটা সময়ের ব্যবচ্ছেদে আমার বুকটা
এক বন্ধ্যা মরুভূমি। সূর্য দেখলেই ভয় লাগে।
এই বাংলার আকাশ-বাতাস, আলো-ছায়া– হ্যাঁ সব…
আজও আপনার অপেক্ষায় আছে।

এই বাংলার প্রতিটি ঘরে এক জোড়া চোখ নিয়ত
চেয়ে থাকে আপনার পথের দিকে।
এই বুঝি আপনি আসছেন দুরন্ত উল্লাসে হেসে হেসে।
সৌদামিনি,
আপনি আসছেন তো– আমি এবং আমরা সবাই
আপনার অপেক্ষায় আছি …

থাকবো যতদিন এই বাংলা আছে,
আছে এই লাল-সবুজের বাংলাদেশ।

1 thought on “সৌদামিনি, আপনার অপেক্ষায়

  1. সৌদামিনি,
    আপনি আসছেন তো– আমি এবং আমরা সবাই
    আপনার অপেক্ষায় আছি …

    থাকবো যতদিন এই বাংলা আছে,
    আছে এই লাল-সবুজের বাংলাদেশ।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।