যে দিন পৃথিবী থেমে যাবে

30

একদিন ঝরাপাতারা থেমে যাবে
মাটির ছলনায়-গোধূলির সহচরে।
একদিন জীবনের পেয়ালায়
ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরবে
কিশোরী কাঁকনের রাগিণী সুরে।

একদিন ঘুমিয়ে যাবো আমি
কেয়াফুল,শেফালীর দলে।
পলাতকা যূথিকার পায়ের শব্দে
হয়তো জাগবো আবার কখনো
আষাঢ়ের ভোরে কদম ফুলে।

একদিন ঝরে যাবে সব ফুল
শরতের ভোরে;শিশিরের মতন।
সেদিন,
নিঝুম ঘুমের ঘোরে হেঁটে যাবে তুমি
হেমন্তের হিম ঘাসের ‘পরে !

সেদিন,
থাকবো আমি সাঁজদীপ জ্বেলে
আলো আঁধারের বনপথ ধরে।
সেদিন এই পৃথিবীও থেমে যাবে;
থেমে যাবে কৃষ্ণাতিথির শশী !

1 thought on “যে দিন পৃথিবী থেমে যাবে

  1. সেদিন এই পৃথিবীও থেমে যাবে;
    থেমে যাবে কৃষ্ণাতিথির শশী ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।