তুমি না হয় দূরেই থেকো

যূথিকা তোমায় ভেবে আর কবিতা লিখি না,
রাত্রির খোলস ছাড়িয়ে আর ভোর আঁকি না !

দিনান্তের রৌদ্র মাড়িয়ে বিকেলের
ভাঙা সাঁকোই
আর দাঁড়িয়ে থাকি না;
গৌধূলির শেষ প্রান্তের ছায়ায়
সূর্যাস্তের রেখায় তোমাকে দেখবো বলে।

যূথিকা তুমি বরং দূরেই থেকো
নীল নক্ষত্র হয়ে,
আমি না হয় দূর থেকেই দেখবো ক্লান্ত
পথিক হয়ে !

যূথিকা তোমায় ভুলতে চাই চিরতরে,
ভুলতে পারি না;
থেকো তুমি হৃদয় গহিনে শত জনম ধরে,
এর বেশি চাইবো না !

যূথিকা তুমি বরং নদী হয়েই থেকো;
আমি বরংচ কূল ঢেউয়ে ঢেউয়ে নিরবে ভেঙে যাবো।

2 thoughts on “তুমি না হয় দূরেই থেকো

  1. যূথিকা তুমি বরং নদী হয়েই থেকো;
    আমি বরংচ কূল ঢেউয়ে ঢেউয়ে নিরবে ভেঙে যাবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।