অনেক দিন হলো নতুন কিছু লিখতে পারি না।
কাজের ব্যস্ততা আর ক্লান্তিতে শরীর ও মন দুটোই বিবস্ত্র হয়ে গেছে। কোনো কিছু লিখতে গেলেই মাথা ধরে আসে। কোনো কিছু তেমন আর মাথায় নিয়ে আসতে পারি না। সারাদিন যে হৈচৈ এর ভিতর কাটে। এত এত কথাবার্তায় সময় যায় যে এত কথার ভিড়ে আমার কবিতার কথাগুলো হারিয়ে যায় দূর অজানায়।
কবে যে সময় মিলবে জানি না।
এ দিকে স্মার্ট ফোনটাও নিয়ে থাকতে পারি না।
নতুন একটা কিনবো এটাও পারছি না।
মাঝে মাঝে কাজের ভিতর থাকাকালীন অনেক কিছু মাথায় আসে, অনেক থিম ভাসে মনে অথচ, লিখতে পারি না তা সময়ই পাই না।
এই যে মধ্যবৃত্ত জীবন আমাদের শুধুই ব্যস্ততা ঘেরা।
কোথাও এতটুকুও সময় নেই।
তবুও স্বপ্ন দেখি, একদিন সময় হবে অনেক কিছু
লিখে রাখার। একদিন সময় হবে কবিতা লেখার।
তবুও স্বপ্ন দেখি, একদিন সময় হবে অনেক কিছু
লিখে রাখার। একদিন সময় হবে কবিতা লেখার।