ধোয়া তুলসী?
কোন শালা কয় ধোয়া তুলসি পাতা
তারে সবাই ধইরা তবে
ফেদইল তলে যাতা!
দেশটা এখন চোর ডাকাতের আখড়া
ভালো মানষের লেবাজ শুধু
গায় গতরে মাখরা!
জবরদস্তি দখলবাজী খুনও গুমের মডেল
চোখ কানটা খুলে দেখুন
প্রমাণ পাবেন অঢেল।
শিক্ষামন্ত্রীর অসহায়ত্ব সহজ সরল উক্তি
সরলেরা সরল ভাবে নেয়
গরলেরা করে অত্যুক্তি!
হাতে গোনা কয়টা বাদে কে কয় তারে সৎ
সত্য কথা বল্লে শুনি
ঘুৎ করে সব অসৎ।
বর্তমান সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে পদ্য লিখাটি যথার্থ হয়েছে মনে করি।
ঠিক বলেছেন কবি।