ইয়াপাখি
ওগো আমার টুনটুনি।
আজো আমি আগের মতো
তোমার নামে গুনগুনি।
আমার চৈত্র খরায়।
তোমার গায়ের মিষ্টি বাতাস
শান্তি আনতো ধরায়।
দেখলে তোমার চান্দ মুখ।
ভরা পূর্ণিমারি মতো
আসতো আমার মনে সুখ।
তুমি আমার বুলবুলি।
তোমার প্রেমের বাগান থেকে
আজো আমি ফুল তুলি।
মনসুখিয়া পদ্য একেই বলে। অভিনন্দন কবিবন্ধু।
দেখলে তোমার চান্দ মুখ।
ভরা পূর্ণিমারি মতো
আসতো আমার মনে সুখ।
শুভেচ্ছা রইলো প্রিয় কবি। কাব্যে চমৎকার অর্থের মেলবন্ধন। খুব ভালো লাগলো।
মন ভালো হয়ে গেলো কবি দা।