বাকির নাম ফাঁকি

বাকির নাম ফাঁকি

ধৈর্য ধরো ধৈর্য ধরো
আমিও কই ধরি
ধৈর্য ধরার মানেতো নয়
-তুমি লুটো হরি !

সবুরেতে মেওয়া ফলে
গুরুজনে কন
আমি দেখি সবুর করে
আমার উজার বন !

কান্দে পুতে ধুদ খায় বেশি
দাদির মুখে শোনা
বে-সবুরের হিস্যা দেখি
সব বিছুতেই দুনা।

বাকি মানে সবই ফাঁকি
সবুরে লাভ নাই
এই দুনিয়া নগদরে ভাই
সব করো খাই খাই।

4 thoughts on “বাকির নাম ফাঁকি

  1. বাকি মানে সবই ফাঁকি
    সবুরে লাভ নাই
    এই দুনিয়া নগদরে ভাই
    সব করো খাই খাই। ___ খাঁটি কথা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।