এমন দেশে বসত, বেশির ভাগই অসৎ
তোমরাতো কও এটা কোন মগের মুল্লুক না !
আমি বলি, যে মানেনা সে কী ! উল্লুক না ?
যার যা খুশি বলে চলে, যা মনে চায় করছে
কাদের হাতের হাতকড়াটা কাদের হাতে পড়ছে !
ডাক্তারেরা সব জানি নয়, বেশির ভাগই কসাই
জর্জ ব্যারিস্টার ছাত্র শিক্ষক তারা কী কম মশাই ?
মাদ্রাসা মসজিদের ইমাম তারও করে ধর্ষণ !
ধর্মেধর্মে বিবাদ ঘটায় গীবত বুলির…বর্ষণ।
ষোল কোটির সবাই নেতা কেউ সাধারণ নহে
মনু গাঙের স্রোতের বেগে এই নেতারা বহে।
আইন আদালত প্রশাসনে যোগ্যতার মাপকাটি
জ্বী হুজুর, জ্বী হুজুর করে সব দিবে চাপমাটি !
কোনসে ডিপার্টমেন্টে বলুন দুর্নীতিটা নাই
ছিলো, আছে ভবিষ্যতেও চলবে একই তাই।
কখন যে কে খুন হয়ে যায় কখন জানি গুম
জানের ভয়ে সাংবাদিকও তেল মাথায় দেয় চুম।
বলতে গেলে হাজার বলেও হবার নয় তা শেষ।
মোটামুটি মগের মুল্লুক বলতেই পারেন দেশ ।
বলতে গেলে হাজার বলেও হবার নয় তা শেষ
… মোটামুটি মগের মুল্লুক বলতেই পারেন দেশ।
তোমরাতো কও এটা কোন মগের মুল্লুক না !
আমি বলি, যে মানেনা সে কী ! উল্লুক না ? অবশ্যই। সত্য বলে দিয়েছেন কবি।
কবিতাটি ভালো হয়েছে কবি সৈয়দ ভাই। ভালোবাসা।
শুধু সাময়িক নয়; এ যেন পার্মানেন্ট রিয়েলিটি।
ঠিক বলেছেন।