ট্রাম্প-বাইডেন

123929994_10910_n

কথায় আছে সকল মুদ্রার
এপিঠ-ওপিঠ সমান
দুইদিকে দুই ছবি থাকলেও
এক মূল্য তার প্রমাণ।
ট্রাম্প-বাইডেন ভাই ভাই
দেখবা ক’দিন পরে
ফরেন নীতি একই দেইখা
বসবা নড়েচড়ে।

আজকে যারা বাইডেন দেখে
ট্রাম্পব্যাটারে বাই দেন
আর ক’টাদিন গেলেই দেখবা
ট্রাম্প ভূমিকায় বাইডেন।
খুশি হওয়ার মতো তাইতো
এমন কিছুই দেখিনা
ট্রাম্প-বাইডেন নিয়া আমি
তেমন বেশ লেখিনা।

2 thoughts on “ট্রাম্প-বাইডেন

  1. আজকে যারা বাইডেন দেখে
    ট্রাম্পব্যাটারে বাই দেন
    আর ক’টাদিন গেলেই দেখবা
    ট্রাম্প ভূমিকায় বাইডেন।

    কথা শতকরা একশত ভাগ সত্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।