তপ্ত রোদে মরুর বুকে
যেমন –বটের মায়া
মাথার উপর বাবা শুধু
হয়ে থাকেন ছাঁয়া।
এই ছায়াতে সুখে দুঃখে
যাদের জীবন যাপন
তারা জানে এই জগতে
বাবার’চে কে আপন!
হাতটি ধরে বাবা যখন
হাঁটতে নিয়ে শেখান
দূর আকাশে তারার মতো
দূরের পথটি দেখান।
হোঁচট খেয়ে পড়লে কখন
ভীষণ পেতাম ভয়
বাবা মনে সাহস দিতেন
এনে দিতেন জয়!
বাবার হৃদয় আকাশ সম
প্রশস্ত তার ছাতি…
অন্ধকারে সবার আগে
বাবাই দেখান বাতি।
পথ হারালে আবার যখন
বাবার পথেই হাঁটি
জীবন নামের বাঁকে বুঝি
বাবাই ছিলেন খাঁটি।
পথ হারালে আবার যখন … বাবার পথেই হাঁটি
জীবন নামের বাঁকে বুঝি … বাবাই ছিলেন খাঁটি।