ঈদের ছড়া : নিমরা বিলাই

ei

সাদা বিলাই কালা বিলাই
বিলাই দেখি রোজই
ঘাপটি মারা বিলাই ভয়ে
দু’চোখ আসে বুজি।
বিপদ দেখলে কেটেপরে
আর কাছে রয় না
এসব বিলাই খুঁজতে তেমন
বেগ পেতে হয় না।

মিনমিনে নিমরা বিলাই
সুযোগ খোঁজে পাছে
সময় মতো লুকমা দিতে
বিলাই পাবে কাছে।
ঘাপটি মেরে থাকা বিলাই
খুঁজতে থাকে সুযোগ
বলছি এসব সত্য কথা
মোটেই তা নয় হুজুগ!

হাসু মুখের ছ্যাছরা বিলাই
দেখতে ভীষণ শোভা
এঁরা চাইলে এক নিমিষে
করবে তোমায় উবা।
রাগ-গোস্বা নাই এমন বিলাই
খুবযে খতরনাগ
এই প্রকারের বিলাইর কাছে
হারমানে কালনাগ।

শতশত নিমরা বিলাই
ঘরের আশেপাশে
সুযোগ একটা দিয়েই দেখো
কেমন করে নাশে।
চারিদিকে নিমরা বিলাই
কী করে কও বাঁচি
ছ্যাছরা নিমাই ত্যাদড় বিলাই
ওসব নিয়েই আছি।

3 thoughts on “ঈদের ছড়া : নিমরা বিলাই

  1. আপনাকে-সহ শব্দনীড় ব্লগের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।