
পহেলা বৈশাখের বৈকালে
হামি এনা ছাদোত উটিছুনু চম্পাকলিক দেকপা
উটে দ্যাখো কি চম্পাকলি
হামার আগেই ওরগে ছাদোত উটে
হলদি শারী গাওত দিয়ে দ্যারে এছে
হামি অর মুখোত চায়ে আছি
উঁও হামার মুখোত চায়ে আছে
খানিক বাদে ঝড় উটলো বুজা পারিছিন?
দেওয়া আন্দার হলো
বিষ্টি নামবা লাগলো
হামিও ভেজোছি
উঁও ভেজোছে
হামি অক দ্যাকোছি
উঁও হামাক দ্যাকোছে
বিষ্টি থামলো
ওদ উটলো
হামাগের গাও ওদে শুকে গ্যালো
সোন্দা হয়ে গ্যালো
চম্পাকলি নামবে গ্যালো
হামিও নামবে ঘরোত আনু
হামার বাপ অ্যসে কোলো,
কিরে কোটে গেছুলু?
হামি কনু এনা ছাদোত গেছুনু
বাপ আগ হয়ে কোলো,
দিন তামান ওল্লাই করবু না পড়াশুনা করবু রে চ্যংরা?
পরদিন খবর পানু চম্পাকলির জর অ্যছে
ম্যাডিক্যালে ভর্তি হছে
হামি দেকপা যায়ে কপালত হাত দিনু
যেসসে গরম লয় বাপু
চম্পাকলি হামার হাত চিপে ধরে কোলো,
হামি ভালো হলে হামরা নিকা করে ফেলমো, কি কছিন?
হামি কনু, হয় হয়, নিকা করে
তোমাক লগাও বেরবা লে যামু
সকোন আত বারোটা কি অ্যকটা হোবে বুজা পারিছিন?
হামি শুতে আছুনু হামার ঘরোত
অ্যাডা ফোন অ্যালো
চম্পাকলি মোছে,উঁই অ্যার ব্যাচে নাই
অচমভিতি কুতপাহিনি বুকের ভিতর
অ্যাডা ব্যাঁদনা শুরু হোলো
সে ব্যাঁদনাত চোখোত পানি জমে উটলো
হামি কতা কবা চাছি
কিন্তুক হামি আও করা পাছি না
হামি খাটোত শুতে পন্নু
বাপোরে হামার আর লগাও যাওয়া হলো না।