ট্যাগ আর্কাইভঃ আত্মকথন

আত্মসংলাপ

হৃদয়টা একটা কাঁচের মতো ছিলো
আচমকা তুমি এসে কাঁচটাকে আছাড় দিলে,
সাথে সাথে সেটা খণ্ড বিখণ্ড হয়ে গেল,
আর সেই খণ্ড-বিখণ্ড হৃদয়টা এখন
তোমার মত ভিন্ন ভিন্ন তুমিকে ভালোবাসে।

কখনও কেউ যদি তোমার মত ব্যাবহার করে
আমি নিরাশ হই না, জানো কেন?
কারন এক টুকরো নিরাশ হলেও অন্য টুকরো
রঙ্গ তামাশায় মত্ত হয়ে থাকে ঠিকই।
আমি জানি কিন্তু তুমি জানো না।
আমি বুঝি কিন্তু তুমি অনুভবও করো না।

আসলে করবেই বা কি করে?
তোমার তো কোন আগ্রহই ছিল না।
জানি আমার ওপর খুব রাগ তোমার,
কারন আমি একজন অভদ্র মানুষ,
কিন্তু তুমি ভদ্র হয়েও আমায় শেখাও নি
এতে অপরাধ কার, তোমার নাকি আমার?

আমি এখন আর তোমাকে নিয়ে ভাবি না,
আর ভাববোই বা কি কারনে,
তুমি তো এখন অন্যের দুনিয়া আবাদে ব্যাস্ত।
ধীরে ধীরে তুমি সংসারী হয়ে উঠবে,
ছোট্ট ফুটফুটে একটা মেয়ে শিশু আসবে তোমার কোলে।

তুমি আর তোমার ভালোবাসার মানুষ,
নতুন আঙ্গিকে স্বপ্ন দেখতে শুরু করবে।
তোমার সন্তান অনেক বড় হবে,
এটা আমিও ভাবি আমিও জানি,
আল্লাহ যদি চান শতবার হোক।

তাকে শিখিয়ে দিও,
একজন বেকার প্রেমিকের কাছে,
কথায় কথায় টাকা চাওয়া ভীষণ লজ্জার!
নিজের না হোক কিন্তু একজন বেকারের
ওপর দিয়ে এক বুক ঝড় বয়ে যায় তখন।