ট্যাগ আর্কাইভঃ এলেবেলে কিছু

এলেবেলে – ১৫

২৬ ঘন্টা পর ২০১৬ বিদায় নেবে কালের অতল গহবরে, আমি যেমন জানি তেমন তুমিও। ২০১৭ র আগমন নিয়ে তুমি কি ভাবছো জানি না, আমি ভাবছি আরো একটি বছর লাইফ পেলাম *তোমরা ক্রিকেট এ ক্যাচ মিস করার পর বা আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পর বলে থাকো )।

ধরো ২৬ ঘন্টা পর আমার মৃত্যু হলে আমার সমাধিতে (যদিও আমি চাই না আমার কোন সমাধি স্থল হোক) মৃত্যু সাল ২০১৬ না হয়ে ২০১৭ হবে। কি মজা তাই না …। ২০১৭ তে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। বাধ্যবাধকতা নেই।

তবুও ছাড়তে হবে, ভুলতে হবে।
অবশ্য ছাড়ার প্রক্রিয়া শুরু করেছি অনেক আগে থেকেই,
কেউ বুঝতে পারে, কেউ পারে না। কেউ জানে, কেউ জানে না।
আসলে আমরা সবাই একা। আমি, তুমি সবাই …………………..।