ট্যাগ আর্কাইভঃ ওমর আবাবিল

পীর মুরিদী

তোমরা যারা আমার পীর,
আমার স্বপ্নকে ক্ষমা কর
অথবা
এটা নাই, ওটা নাই ওয়ালা
এতিমি বয়ান বন্ধ কর।
আমার আত্মা লুকিয়ে আছে
পরমাত্মার হাজতখানায়!
যেখানে বন্ধি হওয়ার স্বপ্ন নিয়ে
বড় হয়েছি আত্মা পর্যন্ত!

তোমরা যারা আমার মুরীদ,
সফর কর সিজদা দিতে
অথবা
বৃষ্টির কারিগর লিখিত ডায়েরী,
“নারী” পড়, পড়াও, লিখ, লিখাও।
উদয় অস্ত নিয়ে ব্যস্ত হওয়া
মোটেও তোমার কাজ নয়,
তোমার আলো দিয়ে
রাস্তাগুলো বিপদমুক্ত করে দাও।
ওপথ দিয়ে আমার পীর মুর্শিদরা হাটবে
স্বপ্ন নিয়ে, আত্মা হতে।