মুহূর্ত’রা এখন তোমার
তৈরি থেকো যে কোনও সময়ে
আসবে ডাক ঝাঁপিয়ে পড়ার
যুগে যুগে ঘুরে ঘুরে
সভ্যতার সীমানা পারিয়ে
অসভ্যদের হিংস্র থাবাগুলো যখন
মনুষ্যত্বের গলা চেপে ধরে
এ মুহূর্ত’রা তখন ফিরে আসে বারে বারে
মুহূর্ত’রা এখন তোমার
তৈরি থেকো
নিষ্পেষিত মানুষের কান্না থামাবার
সতেরশো উনো নব্বইয়ের এর ১৭ জুন
এ মুহূর্ত’রা বুর্জোয়াদের বিরুদ্ধে নেমে এসেছিলো
প্যারিসের টেনিস কোর্টে,
লাখ লাখ সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছি্লো
“স্বাধীনতা-সমতা-ভ্রাতৃত্ব অথবা মৃত্যু”
এই শপথ গ্রহণ করেছিলো
আর বুর্জোয়াদের উচ্ছেদ করে দিয়েছিলো
আঠারো-শো ছিয়াশি সালের ১লা মে
শ্রমিকদের যখন মেশিনের মতো উৎপাদন-যন্ত্র
বানানোর জন্য চলছি্লো ষড়যন্ত্র
এই মুহূর্ত’রা তখন নেমে এসেছিলো
শিকাগোর হে-মার্কেট স্কয়ারে,
হাজার হাজার শ্রমিক সেদিন ঝাঁপিয়ে পড়েছিলো
আর ভেঙ্গে চুরমার করে দিয়েছিলো সেই ষড়যন্ত্র
উনিশ্য বাহান্ন সালের ২১শে ফেব্রুয়ারি
মায়ের ভাষা কেড়ে নেওয়ার জন্য
যখন ষড়যন্ত্র চলছিলো
এ মুহূর্ত’রা তখন নেমে এসেছিলো
রফিক- বরকত’রা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলো
আর সমূলে নস্যাৎ করে দিয়েছিলো চক্রান্তকারীদের চক্রান্ত
এ মুহূর্ত’রা এখন তোমার
তৈরি থেকো যে কোনও সময়ে
আসবে ডাক ঝাঁপিয়ে পড়ার
উনিশ্য একাত্তর সালের ২৫শে মার্চ
বাংলাদেশের অস্তিত্ব বিলীন করার অপচেষ্টা চলছিলো
ঠিক তখনই এ মুহূর্ত’রা বাংলার ঘরে ঘরে নেমে এসেছিলো
সকল বাঙালী ঝাঁপিয়ে পড়েছিলো
লাখ লাখ মানুষ শহীদ হয়েছিলো
আকাশে বাতাসে মানুষের আর্তনাদ গগন ভেদ করে ঝলসে উঠেছিলো
আর পরাস্থ করে দিয়েছিলো সেই বর্বর বাহিনীদের
উনিশ্য সাতাশি সালের ১০ই জুন
স্বৈরাচারের আস্ফালন যখন দিয়েছিলো মাথাচাড়া
আর তখনই নেমে এসেছিল এ মুহূর্ত’রা
খালি গায়ে বুকে-পিঠে স্লোগান লিখে
মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিলো
আর স্বৈরাচারের নিপাত ঘটিয়ে ছেড়েছিলো
দুই হাজার বারো সালের ৩০ জানুয়ারি
মুদ্রা শোষকেরা যখন এ দেশের মধ্যবিত্ত মানুষের
জীবনের জমানো সবটুকু সঞ্চয় শুষে নিচ্ছিলো
গোপীবাগের লিয়াকত আলী সেদিন ঝাঁপিয়ে পড়েছিলো
মুদ্রা শোষকদের পায়ঁতারা স্তব্ধ করে দিয়েছিলো
যুগে যুগে এ মুহূর্ত’রা আসে ফিরে ফিরে
রক্তচোষা রাক্ষসেরা যখন
সমাজের রক্ত শুষে শুষে ভক্ষণ করে!
সত্য ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠ খাঁমছে ধরে!
রক্তের হলিখেলা করে!
আর তর্জন গর্জন হুঙ্কার করে!
ঠিক তখনই এ মুহূর্ত’রা নেমে আসে
নেমে আসে তারা যুগে যুগে ফিরে ফিরে
মুহূর্ত’রা এখন তোমার
তৈরি থেকো যে কোনও সময়ে
আসবে ডাক ঝাঁপিয়ে পড়ার