ট্যাগ আর্কাইভঃ কল্পনা

কিংবদন্তির স্বপ্ন

পথ চেয়ে তার সন্ন্যাস যাপন,
বহুদিন পর ঘুণে ধরা মলিন স্বপ্নটাকে নতুন করে দেখা।
ঝরা পাতার শেষ প্রলোভন,
নির্লিপ্ত মন জুড়ে তার এক অজানা আবেগের প্রীতি মাখা।

তার কারণে দুঃখ দুঃখ খেলা,
নিজের কাছ থেকে নিজের প্রতিনিয়ত পালিয়ে বেড়ানো।
অশ্রুসব বারবার হারিয়ে ফেলা,
সহিষ্ণু মনকে তার জন্য অকারণ মায়াতে ভুল বোঝানো।

চেতনায় তার অস্পষ্ট ছায়া,
জোর করে অস্তিত্ব জুড়ে অনুভূতিগুলোকে ভিজিয়ে তোলা।
স্মৃতি সমুদ্রে ডুব ডুব খেঁয়া,
তার কষ্টের শিখায় ভস্ম দু’চোখ প্রিয় ব্যথা নিয়ে খোলা।

কল্পনার বাইরে হঠাৎ তাকে পাওয়া,
আধো রাতের আকাশ ক্ষত তারায় জমা কথাগুলোর নির্নিমেষ উচাটন।
বিষণ্ন চোখে তার উদাস চাওয়া,
প্রতিদিন প্রতীক্ষায় বর্ণালী ভাবনার অবসানে এলোমেলো শত আলাপন।

নিশ্চুপ কতক মুহুর্তের বিনাশ,
হৃদয়ের সমস্ত জমানো কথা একবারে বলার ঝোঁক।
অজানা মধুর বাঁধনের আশ্বাস,
গন্ডদেশে শত প্রত্যাশার পূর্ণতায় ভীত-সন্ত্রস্ত শোকা।

নিঝুম নিরবতায় তার ভালো লাগা,
নিষ্কলঙ্ক আবেশে মুক্ত মন; বাইরে স্বনীতির নির্ঘুম পাহাড়া।
দ্বিধার মাঝেও তার সম্মতি জাগা,
ব্যক্তিত্বের জয়-পরাজয়ের আড়ালে ভালবাসার পায়তারা।

যে মন হতে পারে আবৃত,
অবাক বনে চেয়ে চেয়ে যে দেখে তার মায়ার বিন্দুগুলো আসন্ন।
হৃদয়ে তারই স্রোত নৃত্য,
গ্রহণের দিন তাই তাকেই নিঃশেষে হারায় গহীন প্রেমের অরণ্য।