ট্যাগ আর্কাইভঃ খালিদ উমর

বিশিষ্ট লেখক খালিদ উমর চিকুনগুনিয়ায় আক্রান্ত

শব্দনীড়ের বিশিষ্টজন, ব্লগার ও কথাশিল্পী খালিদ উমর দ্বিতীয়বারের মত চিকুনগুনিয়ায় আক্রান্ত। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। খালিদ উমর শব্দনীড়ের মহাপ্রাণ ব্লগারদের একজন। এই ব্লগের সূচনাথেকেই এখানে প্রকাশিত হয়েছে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, অজস্র কবিতা ও গান। এছাড়া তিনি নানা সময়ে আমাদের জন্য শব্দনীড় রঙ্গমঞ্চ – এইসব দিনরাত্রি নামে ধারাবাহিক চালু রেখেছিলেন।
বর্তমানে তাঁর অসুস্থ্যতার জন্য সিরিজটি বন্ধ আছে।

সবাই আমাদের এই প্রিয় ব্লগারের জন্য দোয়া করবেন। মহান রব্বুলআলামীন যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন।

খালিদ উমরের ব্লগ