বিশিষ্ট লেখক খালিদ উমর চিকুনগুনিয়ায় আক্রান্ত

শব্দনীড়ের বিশিষ্টজন, ব্লগার ও কথাশিল্পী খালিদ উমর দ্বিতীয়বারের মত চিকুনগুনিয়ায় আক্রান্ত। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। খালিদ উমর শব্দনীড়ের মহাপ্রাণ ব্লগারদের একজন। এই ব্লগের সূচনাথেকেই এখানে প্রকাশিত হয়েছে উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, অজস্র কবিতা ও গান। এছাড়া তিনি নানা সময়ে আমাদের জন্য শব্দনীড় রঙ্গমঞ্চ – এইসব দিনরাত্রি নামে ধারাবাহিক চালু রেখেছিলেন।
বর্তমানে তাঁর অসুস্থ্যতার জন্য সিরিজটি বন্ধ আছে।

সবাই আমাদের এই প্রিয় ব্লগারের জন্য দোয়া করবেন। মহান রব্বুলআলামীন যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন।

খালিদ উমরের ব্লগ

7 thoughts on “বিশিষ্ট লেখক খালিদ উমর চিকুনগুনিয়ায় আক্রান্ত

    1. আমাদের সকলের কামনা এটাই।
      ধন্যবাদ দাদা।

  1. কথাশিল্পী খালিদ উমর প্রথমবার যখন চিকুনগুনিয়ায় আক্রান্ত হন তখন আমার সাথে ফোনালাপ হয়েছিলো। আমি তাঁকে সমবেদনা জানিয়েছি।

    দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার খবর জানা ছিলো না। দুঃশ্চিন্তাগ্রস্ত হলাম।
    দ্রুত সুস্থ্য হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসবেন এই অপেক্ষায় রইলাম। আমীন।

    1. বর্তমানে এই রোগ মহামারী আকারে দেখা দিয়েছে। ঢাকায় লক্ষ লক্ষ লোক এই রোগে আক্রান্ত বলে খবর বেরিয়েছে।

      আল্লাহ খালিদ ভাইকে দ্রুত রোগমুক্তি দান করুন আর আমাদের সবাইকে এই রোগের প্রকোপ থেকে হেফাজত করুন এই মুনাজাত করি।

  2. খুব মিস করছিলাম খালিদ উমর ভাই কে অনেক দিন যাবত। জানতাম না উনি অসুস্থ। শব্দনীড় পরিবারের সদস্য হিসেবে আমরা উনার দ্রুত আরোগ্য কামনা করছি। খালিদ উমর ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এটাই প্রত্যাশা।

  3. আল্লাহ তায়ালা উনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক এই কামনা করি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।