দূরে কাছে যে যেখানে আছেন সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খুল যা সিম সিম এর আজকের পর্ব। প্রিয় বন্ধুরা আপনাদের মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গল্প ইচ্ছাপূরণ। আরে হ রে ভাই ঐ যে বাবা আর ছেলের পাল্টাপাল্টি হয়ে যাওয়া, অর্থাৎ কিনা বাবা ছেলে হয়ে যাওয়া আর ছেলে বাবা হয়ে যাওয়া। কি মজার কা বাত হায়। আপনারা ভুলে গেছেন কিন্তু গেদুর খুব মনে আছে।
তো সেদিন গেদুর সাথে মুরব্বীর দেখা। এই ইচ্ছাপূরণ নিয়ে নানান কথা।
গেদু বলল ঃআমার জীবনে একটা ইচ্ছাও পূরণ হল না। আচ্ছা ভাই মুরব্বী আপনার কোন ইচ্ছা পূরণ হয়েছে?
বিশিষ্ট ভদ্রলোক মুরব্বী বললেনঃ হয়েছে, ছোটবেলায় স্যারের হাতে চুল টানা খেতে খেতে ভাবতাম চুলগুলো না থাকলেই বুঝি ভালো হত। এখন দেখ, মাথায় একটাও চুল নেই।
গেদু বলল এটা কিভাবে হলো? বলতে গিয়ে হঠাৎ থেমে মুরব্বী এদিক ওদিক তাকাচ্ছেন, গেদু বলল কি ব্যাপার?
মুরব্বী বললেন, না তেমন কিছু না, আশেপাশে মুরব্বীনি নাই তো!!
টিনের চালে কাক গেদুতো অবাক!!!
গেদুর সাথে সেদিন খালিদ ওমর ভাইয়ের দেখা। গেদু রাস্তায় দাড়িয়ে কাদছে। খালিদ ভাই বললেনঃ – কিরে কাঁদিস কেন?
গেদু বললঃ দেয়ালে পেরেক মারতে গিয়ে মুরব্বী মাথা ব্যাথা পেয়েছে।
খালিদ ভাই বললেন ঃ কাদার কি আছে? পুরানো টাক, এটুকু ব্যাথায় তার কিছু হয়?
গেদু বললঃ আমিতো প্রথমে হেসেইছিলাম… সেজন্যইতো আমাকে…
মুরব্বী শক্ত পুরানো টাক, গেদুতো অবাক।
মিতা আর গেদুর বাড়ি পাশাপাশি। এলেবেলে লিখে মিতা এখন শব্দনীড় ষ্টার। গেদু আর মিতার কিছু এলেবেলে কথা আমরা গোপন ক্যামেরায় রেকর্ড করেছি। প্রিয় পাঠক আসুন সংলাপগুলো একটু ভাবি…
মিতাঃ ভাই আপনার জন্মদিন কবে?
গেদুঃ কেন ভাই, জন্ম দিন জেনে কি করবেন?
মিতাঃ না মানে, আপনাকে একটা পর্দা gift করতাম আর কি। কারন জানালা দিয়ে প্রতিদিন আপনাদের রোমান্স দেখে দেখে bore হয়ে গেছি।
গেদু ঃ আপনার জন্ম দিন কবে?
মিতাঃ আগামী সপ্তাহে। কেন?
গেদু ঃ আপনাকে একটা দূরবিন gift করব যাতে আপনি দেখতে পারেন যে wife টা কার!!!
প্রিয় দর্শক শ্রোতা পাঠক / পাঠিকা গেদু খুজে পাওয়া যাচ্ছে না। গেদুকে পাওয়া না গেলে অনুষ্ঠান চালাই কিভাবে?
খোদা হাফেজ।