ট্যাগ আর্কাইভঃ দাউদের অণু গুচ্ছ

অণু গুচ্ছ…

(ক)

ভয় ও সংকোচে
প্রথম চুম্বন একবারেই মিছে
লজ্জা ও থাকে
পরের চুম্বনে হিসেবের শুরু
যুগল লালায়… প্রাপ্তির ঢোকে!

(খ)

ছোঁয়ার দূরত্বে পোড়ে আম্বর
সেকেন্ডের কাঁটা
ঘাইমারা বুকে ঝড়ের সরোবর
দ্রুত গতির রাত টা

(গ)

শামুকের চরণে জলের নূপুর
খাঁড়ির গর্তে বাতি কইমাছ
বজ্র নিনাদে মত্ত দুপুর…

(ঘ)

প্রতিদিন একিই বায়না
ভেজা চুল শুকোতে চায়না

(ঙ)

দ্বিধা কি?
পূর্ণিমা নিশিতে
চোখ বুজেছে জোনাকি
দেখো- ফুলের বনে তুমুল হৈ চৈ
মৌমাছিরা খুলে নিচ্ছে পাপড়ির আড়াল
আমাদের মতোই!

দা উ দু ল ই স লা ম