ট্যাগ আর্কাইভঃ নিতাই বাবুর কবিতা

শহরে হেমন্তের গন্ধ নেই

শহরে হেমন্ত নেই!
কখন সে শুরু হলো এই হেমন্তের আনাগোনা
ইটের কাঠের শহরে হেমন্ত দেখা যায় না
এই শহরে দেখা যায় গ্রীষ্ম বর্ষা শরত–
আর শীত বসন্তের কিছু শোভিত নমুনা
কিন্তু হেমন্ত নেই, হেমন্তকে কেউ চেনে না
হেমন্তকে ডাকে না, হেমন্ত কী তা জানেও না!

যেখানে আছে হেমন্ত!
গ্রাম ছেড়ে গ্রামান্তরে বাংলার চিরসবুজ প্রান্তরে
শরতের শেষে মিষ্টি শীতে কৃষকের ঘরে ঘরে
অল্প জলে ভেসে থাকা শাপলা ফুলের ছোঁয়ায়–
সোনালি ধান কাটার শেষে কৃষকের গানের সুরে!
কুয়াশার সকালে সারিবদ্ধ খেজুরগাছ খেতের দ্বারে
শহরে আছে দূষিত বাতাস, তাই হেমন্ত নেই শহরে।

এখানে হেমন্তের গন্ধ নেই!
কৃষক নেই কৃষাণী নেই ফসলের জমি নেই
মৌসুমি রবিশস্য নেই আমনধানের গন্ধ নেই
আছে শহরের চারদিকে গড়ে উঠা অট্টালিকা–
শিল্প কল-কারখানা, বাগান নেই গাছপালা নেই!
ধানের সুগন্ধি নেই পিঠাপুলির আয়োজন নেই
আছে বর্জ্যের পঁচা দুর্গন্ধ, হেমন্তের গন্ধ নেই!

ছবি ইন্টারনেট থেকে।