ট্যাগ আর্কাইভঃ বিদায় বেলায়

বিদায় বেলায়…

বিদায় বেলায়- যে কথা গুলি বলেছিলে তুমি দু’চোখের ভাষায়
আজও তা যায়নি মুছে – আছে অমলিন আমার হৃদয়ের পাতায়।
তারপরে আরও ভালবেসে আরও কাছে এসে- নাই’বা পড়ালে মালা
হাত ধরে পাশাপাশি- সুখে আর দুখে নাই’বা হলো দুজনার পথচলা
তবুও আমার যত আবেগ যত ভালবাসা সব কেবল তোমাকেই ঘিরে
ভেসে যাক উড়ে যাক তা বাতাসের পিঠে চেপে- সাত সাগরের পাড়ে
ফুলের পাপড়ি হয়ে তা টুপটাপ ঝড়ে পড়ুক তোমার সারা অঙ্গে
সেই পাপড়িগুলির স্পর্শ সুবাসে আন্দোলিত হইও রাগে-অনুরাগে!

—মশিউর রহমান