বিদায় বেলায়…

বিদায় বেলায়- যে কথা গুলি বলেছিলে তুমি দু’চোখের ভাষায়
আজও তা যায়নি মুছে – আছে অমলিন আমার হৃদয়ের পাতায়।
তারপরে আরও ভালবেসে আরও কাছে এসে- নাই’বা পড়ালে মালা
হাত ধরে পাশাপাশি- সুখে আর দুখে নাই’বা হলো দুজনার পথচলা
তবুও আমার যত আবেগ যত ভালবাসা সব কেবল তোমাকেই ঘিরে
ভেসে যাক উড়ে যাক তা বাতাসের পিঠে চেপে- সাত সাগরের পাড়ে
ফুলের পাপড়ি হয়ে তা টুপটাপ ঝড়ে পড়ুক তোমার সারা অঙ্গে
সেই পাপড়িগুলির স্পর্শ সুবাসে আন্দোলিত হইও রাগে-অনুরাগে!

—মশিউর রহমান

5 thoughts on “বিদায় বেলায়…

  1. নিঃসন্দেহে একজন সুলিখক আপনি মি. মশিউর রহমান। অনেকদিন পর আপনার দেখা পেলাম। আশা করবো ভালো আছেন। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মুরব্বী ভাই, আপনি অনেক ভাল লেখেন। ধন্যবাদ ও শুভকামনা।

    1. আপনার এবং আপনাদের তুলনায় কিছু না। যতটুকু যা; সেটা হচ্ছে আপনাদের পাশে থাকা। অংশ নেয়া টাইপের কিছু। :)

  3. ভাল লাগছে যে শব্দনীড় এ সেই আগের পরিবেশ আবার ফিরে এসেছে। ভাল ভাল সব লেখা পড়তে পারছি। স্বাগতম কবি দা। আপনার আরও নিয়মিত লেখা পড়তে চাই। লিখুন।

  4. ধন্যবাদ দিদি। আপনি কলকাতা থেকে!! শুভকামনা আপনার জন্য, আপনার লেখার দীপ্তি ছড়িয়ে পড়ুক দুই বাংলায়।। আমি একসময় প্রায় ব্লগেই থাকতাম এখন আর তেমন সময় হয়না। তবে চেষ্টা করব আপনাদের লেখা পড়ার ও তার ফাঁকে নিজের লেখা দিয়ার।।।

মন্তব্য প্রধান বন্ধ আছে।